হোম অন্যান্যসারাদেশ ফার্মেসি বন্ধ করে পালানোর দায়ে…

ফার্মেসি বন্ধ করে পালানোর দায়ে…

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

সংকল্প ডেস্ক :

পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন দোকান বন্ধ করে পালানোর দায়ে তিনটি ফার্মেসিকে সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া ছয় ফার্মেসিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহরে ঔষধ প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেয়া হয়।

অভিযানে ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়ামোউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছয় ফার্মেসি মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান বন্ধ করে পালানোর দায়ে ফারুক মেডিকেল হল, মুক্তা মেডিকেল হল এবং হাজেরা মেডিকেল হল সিলগালা করে দেয়া হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ প্রায় ৫০ হাজার টাকার ওষুধ ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

এ সময় মহাখালী ঔষধ প্রশাসন অধিদফতরের উপ-পরিচালক ড. আকিব হোসেন, পটুয়াখালীর সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন