হোম বিনোদন ‘ফারাজ’ বাংলাদেশে মুক্তি না দিতে রিটের আদেশ সোমবার

 বিনোদন ডেস্ক :

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পটভূমিতে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশে মুক্তি না দিতে করা রিটের আদেশের জন্য সোমবার (২০ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

গত ১২ ফেব্রুয়ারি রিটটি করেন হলি আর্টিজানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

ঢাকার হলি আর্টিজানে নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে সিনেমা বানিয়েছেন মুম্বাইয়ের হংসল মেহতা। ছবিটি গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন