হোম অন্যান্যসারাদেশ ফানুস উড়িয়ে ইবির বৈষম্যবিরোধীদের বিজয় দিবস উদযাপন

ফানুস উড়িয়ে ইবির বৈষম্যবিরোধীদের বিজয় দিবস উদযাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ
ইবি সংবাদদাতা:
ফানুস উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক নাহিদ হাসান ও সায়েম আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়করা বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণের অনেক মাধ্যম আছে। আমরা ফানুস উড়িয়ে বীর শহিদদের স্মরণ করেছি। রবীন্দ্রনাথের একটা কথা আছে ‘ অগ্নিস্নানে সূচি হোক ধরা’। আমরা এসকল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছরে পদার্পণ উপলক্ষে আমরা ফানুস উড়িয়ে আনন্দের একটি নতুন মাত্রা যুক্ত করেছি। এটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদের জন্য উৎসর্গ করেছি।
প্রসঙ্গত, এর আগে সকাল ১০টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববদ্যালয়ের স্বাধীনতার স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য়  পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন