স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই লিটন কুমার দাস। কিন্তু তিনি বিষয়টি মানতে নারাজ। এ নিয়ে প্রশ্ন করায় ক্ষোভও ঝারলেন উইকেটরক্ষক ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৮ জুলাই)। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানে ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা চটে যান লিটন।
গণমাধ্যমের পক্ষ থেকে লিটনকে জিজ্ঞেস করা হয়, তিনি তো বেশ কিছুদিন ধরে ফর্মে নেই। এমন প্রশ্ন করায় লিটন বলেন, ‘ফর্ম কী ভাই? কত (রান) করলে ফর্মে থাকব, এটা একটু বলেন তো।’ পরে সাংবাদিক বলেন, লাস্ট ১০ ওয়ানডেতে লিটনের গড় ২৫-২৬ এর কাছাকাছি। প্রতিউত্তরে লিটন বলেন, ‘২৫-২৬ গড় একদম খারাপ না।’
লিটন সাংবাদিকদের উদ্দেশ্যে করে আরও বলেন, ‘কত রান চান? প্রতি ইনিংসে ৫০ করতেই হবে? দেখেন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা সিরিজ খারাপ যাবে। এটা নরমাল জিনিস। ফর্ম আসবে, যাবে; এমন কিছু না। তিন ফরম্যাট খেলতেছি। একটা ফরম্যাটে খারাপ যেতেই পারে।’
শেষ ১০ ওয়ানডেতে ২৩৫ রান করেছেন লিটন। যার গড় ২৬.১১ ও স্ট্রাইকরেট ৯২.১৫। শুধু শেষ ১০ ওয়ানডে কেন, লিটন ফর্মহীন দীর্ঘদিন ধরে। গত বছরের জুন থেকে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ শর বেশি রান করলেও একটি সেঞ্চুরিও আসেনি তার ব্যাট থেকে। এরমধ্যে তিনি হাফসেঞ্চুরি করেছেন ১২ ইনিংসে।