হোম অন্যান্যসারাদেশ ফরিদপুরের আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা ক্লাব ও ব্যারিস্টার সুমন একাদশের মধ্যে প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্রাজুয়েট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বিকেল সাড়ে তিনটায় আলফাডাঙ্গা ক্লাব ও ব্যারিস্টার সুমন একাদশের মধ্যে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ব্যারিস্টার সুমন একাদশ আলফাডাঙ্গা ক্লাবের নিকটে ৩-২ গোলে পরাজিত হয়।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, পৌর মেয়র জনাব আলী আকসাদ ঝন্টু এবং সাবেক পৌর মেয়র সাইফুর রহমান সাইফার সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন