ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবীর সভাপতিত্বে আজ বুধবার বেলা সাড়ে বারোটায় এক মত বিনিমষ সভা অনুষ্ঠিত হয় । জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ধুলদি গেইটস্থ বাস ভবনে সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি ছিলেন শামীম হকের সহধর্মিণী মিসেস রুমানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সহধর্মিণী রেহেনা পারভীন, পৌর মেয়র অমিতাভ বোসের সহধর্মিণী শ্রাবন্তী বোসসহ সদর উপজেলাধীন ইউনিয়ন সমূহের সংরক্ষিত মহিলা মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, বিএনপি ইস্যুবিহীন আন্দোলন সংগ্রামের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বিদেশীদের কাছে দেশ সম্পর্কে মিথ্যাচার করছেন। আমেরিকা বাংলাদেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভিসা নীতিকে তোঁয়াক্কা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভিসা নীতি কোন প্রভাব ফেলবে না। বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্নফুলী ট্যানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।