ফরিদপুর প্রতিনিধি:
সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তানজিমুল রশিদ রিয়ানের সভাপতিত্বে আজ বিকেল ৫:১৫টায় ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা স্থানীয় এটিআই কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি চৌধুরী সফিউল আশরাফী মধু, জাহিদুল হাসান মীম,ইখতেহার আজম,শাকিল খান,সাংগঠনিক সম্পাদক অমিত বিস্বাস অর্ক,শেখ তামিম আফনান,দপ্তর সম্পাদক শাশ্ব্যত চক্রবর্তী অর্ঘ্য,সমাজ সেবা সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির,পাঠাগার বিষয়ক সম্পাদক পিয়াস খান প্রম,উপ -প্রচার সম্পাদক খন্দকার সাকিব হোসেন দিপ্ত,উপ গ্রন্থঘার বিষয়ক সম্পাদক সুজন ভোমিক,শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। দেশের যে কোন গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।বিএনপি – জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ – বিদেশে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। অতীতের তাদের সেই স্বপ্ন সফল হয়নি ভবিষ্যতেও হবে না। আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে বিধায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অপরদিকে বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বক্তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে ছাএলীগকে এখন থেকেই প্রস্তুত থাকার আহবান জানান।