ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মূলঘরে নবলোক পরিষদের সমৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় স্ত্রী রোগের (গাইনি ও অবস্) চিকিৎসা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ এর অর্থয়নে সোমবার সকাল ১০টায় বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান।
সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়ের সঞ্চালনায় এসময় ডা. কৃষ্ণ পদ দাশ, ডা. ফারহানা খাতুন, শিক্ষক অমলেন্দু বিশ্বাস, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নিপুন কুমার বিশ্বাস, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
