হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের ব্যস্ততম সড়কটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়বে খালে

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ডাকবাংলা মোড় থেকে ফকিরহাট-মূলঘর সংযোগ রক্ষাকারী সেতু পর্যন্ত ব্যস্ততম সড়কের একটি অংশ জটার খালে ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। অতি সত্তর খালের পাইলিং না দিলে যে কোন মুহুর্তে সড়কটি ভেঙ্গে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফকিরহাট সদর বাজার এলাকা দিয়ে প্রবাহমান জটার খালের ওই স্থানে একটি কালভার্ট নির্মিত রয়েছে। কালভার্টের পূর্বপাশের অংশের মাটি ভাঙ্গন শুরু হয়েছে। যে কারনে সড়কের ওই অংশ রয়েছে ঝুকির মধ্যে।

প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। চলাচল করে বিভিন্ন ছোট-বড় মালবাহীসহ বিভিন্ন যানবাহন। সড়কের আশেপাশে রয়েছে ফকিরহাট প্রধান বাজারসহ রেন মার্কেট, কয়েকটি ব্যাংক ও বিভিন্ন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। যে কারনে সড়কটি ধ্বসে পড়লে চরম দুর্ভোগে পড়তে হবে সাধারন জনগনের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অতিদ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন