ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ভুমি অধিগ্রহনের ১৮জন জমির মালিককে ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। আজ সকাল ১১টায় উপজেলার মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক অনুষ্ঠানে জমির মালিকদের এই চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, বাগেরহাট সহকারি কমিশনার (ভুমি) মোঃ আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারি কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মহিলা প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডাঃ শরিফুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ সহ বিভিন্ন জমির মালিকগণ। অনুষ্ঠানে ১৮জন জমির মালিককে জমি অধিগ্রহনের ৩কোটি ৫৮লক্ষ টাকার চেক প্রদান করা হয়।