হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত রঘুনাথ মিত্রের মৃত্যু

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত রঘুনাথ মিত্রের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামের রনজিৎ মিত্রের পুত্র ইঞ্জিনিয়ার রঘুনাথ মিত্র (৫০) ,এর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনা-মাওয়া মহাসড়কের সাধের বটতলা নামক স্থানে মটোরসাইকেল ১৩ ডিসেম্বর সকাল ১০টায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি চট্টগ্রামে সেভেন রিং সিমেন্ট কোম্পানীতে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন