হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে স্বাস্থ্য বিধি না মানায় ৬জন পথচারিকে জরিমানা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬জন পথচারিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা টাউন-নওয়াপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৬জনকে ১হাজার ৮শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম।

অভিযানকালে পথচারী ও চালকদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন