ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাগেরহাট-১ ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মো. মোজাম্মেল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ফকিরহাটে। এ উপলক্ষ্যে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সময় পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস আলী শেখ।
বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ ও শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল হাই। এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
