হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সহিংসতা রোধে রি-ফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সহিংসতা রোধে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের এক দিনের রি-ফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপি প্রশিক্ষণে পিএফজি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দি হাঙ্গার প্রজেক্টের আওতায় উপজেলার সকল দলের সমন্বয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাজ করছে। কমিটির ৪২ সদস্যের মধ্যে ৭জন উপদেষ্টা, ৪জন পিস অ্যাম্বাসেডর, ১জন সমন্বয়কারী ও ৩০জন স্বেচ্ছাসেবক রয়েছে। প্রশিক্ষণে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহিংসতা রোধের মাধ্যমে স¤প্রীতির বাংলাদেশ গড়তে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে সদস্যদের অবহিত করা হয়।

দি হাঙ্গার প্রজেক্টের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সুখময় পাল প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু ও প্রকল্পের জেলা সমন্বয়কারী সুকমল মন্ডল দায়িত্ব পালন করেন।

এসময় আওয়ামী লীগ, বিএনটি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মীসহ পিএফজির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন