ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শীর্ষক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনি ও সনদ প্রদান করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ২৩ জন ইয়ুথ অ্যাম্বাসেডরদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ট্রেইনার তুহিন আফরোজ।
সমাপনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজির ফকিরহাট উপজেলা সমন্বয়কারী খান মাহমুদ আরিফুল হক। এসময় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সহকারী ব্যবস্থাপক সুকমল মন্ডল, ইউথ মবিলাইজার মোস্তাহিদুল ইসলাম, পিএফজি অ্যাম্বাসেডর শেখ আব্দুস ছালাম প্রমূখ।
