হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএমসির নির্বাচন জমে উঠেছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) নির্বাচন জমে উঠেছে।

তফসিল ঘোষার পর থেকে প্রার্থীরা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দৌড়-ঝাপ শুরু করেছে। তাদের সাথে প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করা সহ ভোট কামনা করছেন। শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়ের উন্নয়ন করার প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা।

আসন্ন এই নির্বাচনে অভিভাবক পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যারা প্রতিদ্বন্দ্বীতা করছেনতারা হলেন শেখ আরিফুল হাসান, শেখ আলী আহম্মেদ, ফকির মো. আইয়ুব আলী, শেখ এনামুল হক, মো. তাইজুল ইসলাম, নরোত্তম কর্মকার, খান মাহমুদ আরিফুল হক, মো. মিজানুর রহমান ও মো. শামসুজ্জামান।

এছাড়া, সংরক্ষিত মহিলা অভিভাবক পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা করছেন, এরা হলেন তানিয়া বেগম ও পূর্ণিমা দাশ।

অপরদিকে, সাধারন শিক্ষক পদে রয়েছেন গনেশ চন্দ্র গাইন ও শেখ শহিদুল ইসলাম। সংরক্ষিত মহিলা শিক্ষক পদে রয়েছেন সৈয়দা ফাতেমা আফরোজ।

উল্লেখ্য, ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আগামী ০২ ডিসেম্বর-২০২১ তারিখ, অত্র বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিরিন হক বালিকা বিদ্যালয়ের নির্বাচনের প্রিজাইডিং অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন