হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শাহ্ আউলিয়ারবাগ উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পিলজংগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৫টায় শাহ্ আউলিয়ারবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্যমল্লিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র ও অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তুষার কান্তি রায়। এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য বিপ্লব কুমার দত্ত। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা স্বপ্না বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য সুমন ধর। এসময় উপস্থিত ছিলেন পিলজংগ ইউপি সচিব রাজিব মজুমদার সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন