হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফকিরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ আলমগীর কবির। খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজী শাহান শাহ্ (মিথুন) এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মল্লিক ইদ্রিস আলি কুট্টি ও অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোবারেক ফকির। এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেত্রী কলিনা ইসলাম, আসাবুর রহমান, খান কামরুল ইসলাম, শাহরিয়ার রহমান বাবু প্রমূখ।

ফাইনাল বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন বনাম আট্টাকা স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে আট্টাকা স্টোটিং ক্লাবকে ৪-৫ গোলের ব্যবধানে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, সহযোগিতায় ছিলেন গাউসুল আজম, লাচ্চু মোড়ল, জাহিদুর রহমান। খেলায় ধারাভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন