হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে লখপুরে মৎস্য ঘেরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ চুরি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিহাট উপজোর লখপুরের খাজুরা গ্রামের মৎস্য চাষি মো: রাহিম শেখ এর দেড় বিঘার মৎস্য ঘেরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে দৃস্কৃতকারীরা ।

এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য ঘের মালিক জানান। শনিবার দিবগত গভীর রাতে কে বাকাহারা ওই ঘেরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ চুরি করেছে। বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ চুরি সহ ঘেরের মাছ মারা যায়।

ভুক্তভোগী মোঃ রাহিম শেখ জানান, প্রতিদিনের ন্যায় তিনি মৎস্য ঘেরে রাতের খাবার দিয়ে বাড়ীতে চলে আসেন। ঘেরে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত দৃস্কৃতকারীরা তার মৎস্য ঘেরে কীটনাশক প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে। তাদের দেওয়া বিষে ঘেরে থাকা ঘেরের সাদা ও চিংড়ী মাছ মারা গেছে। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন