ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়ন শিক্ষা সহায়তা কর্মসূচীর সভা ও কমিটির গঠন করা হয়েছে। ১৬জানুয়ারী বিকাল ৩টায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন।
শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ স, ম নাসিম উদ্দিন মাহাতাব, মোঃ আফসার উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেনকে সভাপতি, শেখর রঞ্জন দেবনাথকে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট লখপুর ইউনিয়ন শিক্ষা সহায়তা কর্মসূচীর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সুব্রত দাম, স ম নাসিম উদ্দিন মাহাতাব, গনেশ চন্দ্র দাশ, জি এম হেদায়েত, মোঃ মোজাহিদুর রহমান, মোঃ আলী হোসেন। পূর্নাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত উক্ত আহবায়ক কমিটি দায়িত্ব পালন করবে।