ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে রাজনৈতিক শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ৩০ সদস্যের কমিটি পূণর্গঠন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বোস্তরের মানুষ।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলার বাহিরদিয়া ইউনিয়ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পিএফজি কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপদ দাশ। কমিটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্যগণ রয়েছেন। এছাড়া শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে ওই কমিটিতে।
গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভুমিকা রাখার লক্ষ্যে এই বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকেএইড এর আর্থিক সহযোগীতায় বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল কাজ করে যাচ্ছে।