হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মার্চ) বিকেলে ফকিরহাট বাজার মনিটরিং করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ।

মনিটরিংকালে তিনি ব্যবসায়িদেরকে দোকানে দ্রব্যমূল্যের তালিকা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও খাদ্যপণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরী না করার জন্য নির্দেশ দেন। অন্যথায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

এসময় ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন