হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ মধ্যপাড়া এলাকা থেকে আবু হানিফ শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সে মৌভোগ মধ্যপাড়া গ্রামের গোলদার শেখের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই যুবকের ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসাপাতের মর্গে পাঠায়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।

মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খালিদুর আশিক জানান, তিনি মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্র পাওয়া যায়নি। পারিবারিক কলহের জের ধরে সে এ ঘটনা ঘটিয়েছে।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী আবু হানিফ শেখ রোববার স্ত্রীকে বাড়িতে আনার জন্য শ্বশুরবাড়ি বৈলতলী গ্রামে যান। কিন্তু স্ত্রী শারীরীকভাবে অসুস্থ থাকায় তাকে না নিয়ে বাড়িতে চলে আসেন। এরপর এদিন সকালে সে জানতে পারে তার স্বামী আত্মহত্যা করেছে।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আআনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার কারন সঠিকভাবে জানা যাবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন