ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বুধবার (০৮ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
এসময় এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, মডেল থানার ওসি (তদন্ত) মো. আলিমুজ্জামান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।