হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠন। এসময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ড বিধান কান্তি হালদার, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, ডা. শাহরিয়ার শামীম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস। এসময় বিভিœন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন