ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে একটি জুটমিল ও দুটি খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযানে ৩টি মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার জয় জুট মিলের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাসড়ক সংলগ্ন সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে পচা বাসি ও ফাংগাসযুক্ত খাবাবের মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং রূপসী বাংলা হোটেলের লাইসেন্স নবায়ন না করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ এ ১টি মামলা ও ভোক্তা অধিকার আইনে ২টি মামলা করা হয়।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
