ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার সকাল ৯টায় মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এর পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন।
এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংকর কুমার নাগ, গোলাম ছরোয়ার, রবীন্দ্রনাথ গাঙ্গুলী, সরদার আ: কুদ্দুস, পিযুষ কুমার বিশ্বাস, শেখ মুজিবুর রহমানশেখ শরিফুল ইসলাম শরিফ, রহমত আলী, শুভ প্রমূখ।
s