হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মূলঘর স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ

ফকিরহাটে মূলঘর স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মুজিবর্ষে পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নত করণে স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অত্র ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য সেবা পরীক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার নন্দী ও মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা: শাহরিয়ার শামীম।

এসময় অত্র ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, মুক্তিযোদ্ধা মো: আবু বকর, অধ্যক্ষ মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার সহ বিভিন্ন ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। এদিন ৩টি পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটিতে গøুকো মিটার সিপি-১০০, নোবোলাইজার মেশিন-১টি, বিপি মেশিন-১টি, পাল্স অক্সিমিটার-১টি ও ট্যাম্পারেচার মেশিন-১টি প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন