ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ৩২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে অর্থাৎ রবিবার (১৭ অক্টোবর) উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্রিং অফিসার মো. মাসুম বিল্লাহ এর নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর ও সতন্ত্র প্রার্থী নাছির সরদার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২১ অক্টোবর (বৃহস্পতিবার), প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ২৬ অক্টোবর (মঙ্গলবার) এবং প্রতীক নির্ধারনের তারিখ ২৭ অক্টোবর (বুধবার)। মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১নভেম্বর (বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে) ।
