ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে টেকসই, উন্নয়ন অভীষ্ট অর্জন, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশান প্রতিষ্ঠার লক্ষ্যে ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা শুক্রবার বিকেল ৪টায় গুড়গুড়িয়া সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
ইউপি সদস্য কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (অব:) নাভাস চন্দ্র মন্ডল,বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ ও নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য আল্লাদী বিশ্বাস। এসময় ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।