ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মূলঘর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (১৮ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এতে সভাপতিত্ব করেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার।
ইউপি সচিব মো. সোহেল রানার পরিচালনায় এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, বিভিন্ন ইউপি সদস্য, শিক্ষকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।