ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা এলাকায় পুলিশের অভিযানে মাদক সহ নুরইসলাম গাজী (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌভোগহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কনক মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল নলধা এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামে গাজীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৬০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারি নুর ইসলাম নলধি গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।
এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
