ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শফিকুল ইসলামের কবর জিয়ারত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ।
এসময় তার সাথে ছিলেন ঢাকা কলাবাগানের কমিশনার মো: বাবুল শেখ ও বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন কায়সার হামিদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১টার দিকে তারা ঢাকা থেকে একটি হেলিক্যাপ্টারযোগে ফকিরহাটের মূলঘর সোনাখালি নিয়তির মাঠে এসে পৌছায়। এরপর মরহুমের শফিকুল ইসলামের কবর জিয়ারত করেন। কবর জিয়ারক শেষে শফিকুল ইষরামের অকাল মৃত্যুতে গভরি শোক ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে শান্তনা দেন। এসময় ফকিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ০২ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি ফকিরহাটের রাজপাঠ গ্রামে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা একটি ক্লিনিকে নিয়ে গেলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রাজপাঠ গ্রামের মাওলানা ইসমাইল শিকদারের পুত্র।