হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় মটরসাইকেলের ধাক্কায় অপর মটরসাইকেল আরোহী কলেজ ছাত্র চয়ন দেবনাথ (২৫) নিহত হয়েছেন। এসময় আরো দুই মটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে, চয়ন দেবনাথসহ দুইজন এক মটরসাইকেলে বাড়ি থেকে খুলনা দিকে যাওয়ার পথে পিছনদিক থেকে আসা অপর একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে তিন মটরসাইকেল আরোহী আহত হয়। এরমধ্যে চয়ন দেবনাথকে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আহত ওই দুই মটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত চয়ন দেবনাথ বাগেরহাট সদর খানপুর এলাকার চিন্ময় দেবনাথের পুত্র। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র বলে নিহতের পরিবার জানান।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চত করে বলেন, মটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন