ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা কৃষিবিদ বিবেকানন্দ হীরা, বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. আজিজুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পুর্নেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, প্রফেসর ড. একেএম ফারুক ই আজম।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত। শেষে কর্মকর্তারা বিভিন্ন এলাকায় ভাষমান সবজি ও মসলা চাষ পরিদর্শন করেন।
এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, নীল রতন রায়, মো. বিল্লাল হোসেন, বিপুল পাল, সোলাইমান মন্ডল, বিপ্লব দাশ, দেবদাস বালাসহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
