ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শান্ত চক্রবর্তীর মাতা রাধা রানী চক্রবর্তী (৬৭) শুক্রবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে খুলনা একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় পরোলোকগমন করেন।
তিনি মৃত্যুকালে এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার কাঠালতলা গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা মৃত সুনিল চক্রবর্তীর স্ত্রী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষবারের মত দেখার জন্য বিভিন্ন শেণিপেশার মানুষ মৃতের বাড়িতে জড়ো হয়। মৃতের ভাগনে শিক্ষক সুপ্রভাত চক্রবর্তী জানান, শনিবার বিকেলে ফকিরহাট কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষ কৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়।
