হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বেতাগায় কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান

ফকিরহাটে বেতাগায় কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 281 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব, অর্থায়নে নির্মিত বেতাগা পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে সম্প্রতি কর্মজীবনে প্রবেশ করা বেতাগার ১৩জন কৃতি সন্তানকে কৃতি সংবর্ধনা, বুধবার বিকাল ৫টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শে,খ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন, ফকিরহাট সরকারী ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাব রেজিষ্টার আল মাহম্মুদ, জেলা পরিষদ সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটুগোপাল দাশ প্রমূখ।

এসময় কৃতি সন্তানদের মধ্যে অভিমত ব্যাক্ত করেন লিমন, ডাঃ প্রিয়া দাশ, অভিক কুমার দাশ, গোপেশ কুমার দে, ওসমান গনি, মনি শংকর হালদার, ডাঃ রুপা দেবনাথ ও ডাঃ অন্তরা দেবনাথ প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন