হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বেতাগা ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনগণের অংশগ্রহনে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা মঙ্গলবার বিকাল ৪টায় চাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। এতে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা কামরুন্নাহার নিপা।

বেতাগা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাশ শিশির কুমার, বেতাগা ইউনিয়ন পরিষদের সচিব এসএম দাউদ আলী সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন