হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা নির্মল রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ পুলিশ সদস্য নির্মল কুমার রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। তিনি রোববার রাত ২টার দিকে উপজেলার মূলঘরের সোনাখালী গ্রামে নিজ বাসভবনে পরোলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ১২টায় ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা নেতৃত্বে তার গার্ঢ অব অনার প্রদান করেন জেলার চৌকশ পুলিশের একটি দল। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, শংকর নাগ, শেখ মো: আবু বকর, শাহাদাৎ হোসেন, মহিজলা ইউপি সদস্য সাধনা মন্ডল সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন