হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ফকিরহাট (বাগেররহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব খাদ্য দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভার উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, উপসহকারী প্রকৌশলী মো. হাসিবুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন