হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় স্ব স্ব মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় মানসা কালী মন্দরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম শামীম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর. ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, মানসা ক্যাম্প ইনচার্জ এসআই অহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। তবে মন্দির এলাকায় স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। যাতে আগত দশনার্থীরা বুঝতে পারেন তারা মন্দির কমিটির লোক।
এছাড়া মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় খাকা খুবই প্রয়োজন রয়েছে। এছাড়াও রাতে মন্দির পাহারার ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয় লোকজনের সহযোগিতা থাকলে পূজা ভাল কাটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন