ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’এবারের এই প্রতিপাদ্যবিষয়কে তুলে ধরে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আরেঅচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, শিক্ষক মো.নাজমুল হুদা, উদ্দ্যোক্তা মো.আমরাম হাসান প্রমূখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।