হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বাড়ীর ছাদে শখের বাগান তৈরী করেছে এক গাছপ্রেমী

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

সবুজ মানেই সতেজতা। সবুজ মানেই প্রশান্তি। বাড়ীর ছাদে সবুজের এতটুকু উপস্থিতি যেন অনেক খানি প্রশান্তি এনে দেয়। বর্তমানে ছাদে বাগান বেশ জনপ্রিয় হয়ে উঠেছ। অনেকেই এখন খুব সীমিত আঙ্গিকে হলেও ছাদে বাগান করায় উৎসাহিত হচ্ছেন।

অনেকেই আগ্রহী হয়ে নিজের বাড়ির ছাদ কিংবা বারান্দায় শখের বাগান তৈরি করছেন। ইদানিং অনেক বাড়ীর ছাদে সবুজের ছোঁয়া দেখা যায়।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা গ্রামে জাহাঙ্গির হোসেন নামে এক বিশিষ্ট ব্যবসায়ী নিজ তিন তলা বড়ীর ছাদে সবুজের ছোয়া শোভা পাচ্ছে। তিনি তৈরী করেছেন ছাদে শখের ও ভালবাসার বাগান।

জানা গেছে, তিনি দুই বছর আগে ছাদে বাগান করার পরিকল্পনা গ্রহন করেন। সেই থেকে শুরু, এখন তার বাড়ীর ছাদে আম, পেয়ারা, লেবু ও ড্রাগন ফলের গাছ সহ অর্ধশত বিভিন্ন প্রকারের গাছ রয়েছে। অনেক গাছে ফলও ধরেছে। তিনি গাছ গুলো ড্রাম ও টবে রোপন করেছেন।

বাড়ীর মালিক মো: জাহাঙ্গির হোসেন বলেন, সে ও তার পরিবারের সদস্যরা এই বাগান তৈরীতে সহযোগিতা করেছেন। তারা নিজেরাই গাছের পরিচর্যা করে থাকেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন