হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ফ্রি-ল্যান্স প্রশিক্ষণ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের আবেদন ফরম বিতরণ শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ফ্রি-ল্যান্স প্রশিক্ষণ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (ক) আবেদন ফরম বিতরণ শুরু-১৬/১১/২০২১ থেকে ১০/১২/২০২১ খ্রি: তারিখ পর্যন্ত (খ) ফরম জমাদানের শেষ তারিখ-১১/১২/২০২১ খ্রি: *ব্যবহারিক পরীক্ষা-১৩/১২/২০২১ খ্রি: (গ) মৌখিক পরীক্ষা- ১৮/১২/২০২১ খ্রি: (ঘ) ক্লাস শুরু-২০/১২/২০২১ খ্রি: ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রাম প্রশিক্ষণ গ্রহণের শর্তাবলীঃ
১। প্রশিক্ষণার্থীকে আবশ্যিকভাবে ফকিরহাটে বসবাস করতে হবে।
২। বেসিক কম্পিউটার এবং ওয়েব ব্রাউজিং এর জ্ঞান থাকতে হবে।
৩। নূন্যতম এইচ.এস.সি পাশ হতে হবে।
৪। প্রার্থীকে বেকার/ছাত্র( ডিগ্রি/আনার্সে অধ্যয়নরত) হতে হবে।
৫। নিজস্ব ল্যপটপ থাকা বাধ্যতামূলক।
৬।উপজেলাতে এসে ক্লাশ করতে হবে।
৭।ক্লাস এর সময়/রুটিন পরবর্তীতে জানানো হবে।
৮। কোর্স ফি ছাড়াই উক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
৯। নিজস্ব ইন্টারনেট কানেকশন/মোডেম থাকতে হবে।
১০। স্ব-স্ব ইউনিয়ন পরিষদ সচিব অথবা উপজেলা পরিষদ থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম এর জন্য যোগযোগ: সুজন মুন্সী সি.এ, উপজেলা পরিষদ কার্যালয়, ফকিরহাট, বাগেরহাট মোবাইল নং-০১৯৬৪-০৩৫৬১৯
১১। আবেদন ফরম স্ব-স্ব ইউনিয়ন পরিষদের সচিব অথবা সুজন মুন্সী, সি.এ, উপজেলা পরিষদ কার্যালয়, ফকিরহাট, বাগেরহাটে অফিস চলাকালীন সময়ে (১০.০০-৪.০০) জমা দেওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন