ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৪ হাজার ৭’শ ৪৫ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা ইউনিয়নগুলোতে বিভিন্ন কেন্দ্রে স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান’ এ স্লোগানকে সামনে রেখে ৬মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১হাজার ৬’শ ৮২টি নীল ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া ১ বছর থেকে ৫বছর বয়সী ১৩ হাজার ৬৩জন শিশুকে লাল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
ক্যাম্পেইন চলাকালে ক্যাম্পগুলো পরিদর্শণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এসটিইপিআই কামাল হোসেন সহ অন্যান্যরা।
জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী অংশগ্রহণ করেন।