ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা স, ম মোশারেফ হোসেন (৮৫) সোমবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয এর (পিজি) হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সহ গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মরহুমের প্রথম গার্ড অব অনার ও প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর। যে তিনি বসবাস করতেন। জানা গেছে, এদিন বিকেল ৫টায় ফকিরহাটের লখপুর খাজুরা গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা ও গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন করা হবে ।
উল্লেখ্য, প্রাক্তন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা স, ম মোশারেফ হোসেন ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বারবার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান, যশোর নওয়াপাড়া কলেজের সাবেক ভি, পি ও অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। এছাড়াও যুদ্ধ কালীন তিনি যশোরে কমান্ডারের দায়িত্ব পালন করেন বলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান।