হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে প্রাক বড়দিন উপলক্ষ্যে কেককাটা ও কম্বল বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের উদ্যোগে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষ্যে কেককাটা ও শিক্ষার্থীদের কম্বল বিতরণ করা হয়েছে। একই সাথে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় কেকাকাটা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন)।

এসময় স্থানীয় ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নারী ইউপি সদস্যা আল্লাদী বিশ্বাস, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, শিক্ষিকা মমতা মন্ডল, তমাল সরকার, প্রনব বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ৯০জন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন