ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রোবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় এসব শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, প্রধান শিক্ষকগন অীনত রায় চৌধুরী, দূর্গা রানী ঘোষ, ফারহানা হোসেন প্রমূখ।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এদিন হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাউন-নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
