ফকিরহাট প্রতিনিধি :
ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কলমের দোকান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বর আহত হয়েছে ৪ জন। প্রতিপক্ষের হামলায় গুরুুত্বর আহত হয়েছে একই এলাকার মৃত আবু বক্কার শেখের পুত্র শেখ আস্বাব আলী (৪৮), ইখলাছের পুত্র শেখ জিয়ার (৩২), শেখ আস্বাব এর পুত্র শেখ আসাদ(২২),মৃত বারেক মশাদির পুত্র আকবর মশাদি। বুধবার সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটেছে । স্থানীয়রা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন মডেল থানা পুলিশ। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খাইরুল আনাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এখনও থানায় কেউ লিখিতি অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।