ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে পাগলা শ্যামনগর গ্রামের অসহায় ও দরিদ্র রুবেল শেখ (৩৫) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, একই এলাকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৩/৪জন মিলিত হয়ে গত শুক্রবার সন্ধার পর পালেরহাট এলাকায় তাকে মারপিট করা হয়েছে। খবর পেয়ে আহতের স্বজনরা এগিয়ে এসে রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আইনের আশ্রয় না নেওয়ার জন্য প্রতিপক্ষরা আহত রুবেলকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে বলে ভুক্তভোগি জানিয়েছেন। উক্ত রুবেল অঙ্গ (পা) প্রতিবন্ধী বলে জানা গেছে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, প্রতিবন্ধী রুবেলের পরিবার অথবা স্বজনরা কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।